বাড্ডায় পুলিশের উপর ক্ষুদ্ধ হয়ে নিজের মটরসাইকেলে আগুন

রাজধানীর বাড্ডায় পুলিশের উপর ক্ষুদ্ধ হয়ে এক পাঠাও চালক নিজের মটরসাইকেলে আগুন দিয়েছে।  পুলিশ মামলা দিতে চাইলে ওই চালক রাগে এবং হতাশা থেকে আগুন দিয়েছে বলে জানা যায়।  সূত্র থেকে জানা যায়, পাঠাও চালক সাখাওয়াত আলী (৪৬) করোনা মহামারিতে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওচিত্রটি ভাইরাল হয়ে পরে।  ভিডিওচিত্রে দেখা যায়, মামলা সংক্রান্ত বিষয়ে ক্ষুব্দ হয়ে ওই ব্যাক্তি নিজের মটরসাইকেলে পেট্রোল ছড়িয়ে আগুন ধরিয়ে দেন।  এসময় আশেপাশের মানুষজন আগুন নেভাতে আসলে ওই ব্যাক্তি নিজেই বাধা দেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম গনমাধ্যমকে বলেন, ওই ব্যাক্তি রাজধানীর লিংক রোড এলাকায় ট্রাফিক আইন অমান্য করায়, দায়িত্বরত একজন ট্রাফিক সার্জেন্ট তার কাগজপত্র দেখতে চান। এসময় তিনি ক্ষুব্দ হয়ে নিজের মটরসাইকেল আগুন ধরিয়ে দেন।

তিনি আরও বলেন, মটরসাইকেল ও তার চালককে আমরা থানায় নিয়ে এসেছি।  তবে তাকে আটকের জন্য বা কোনো আইনি প্রক্রিয়ার জন্য থানায় নিয়ে আসিনি।  তাকে আমরা জিঙ্গাসাবাদ করার জন্য এনেছি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img