চট্টগ্রামে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা

ভয়াবহ রূপ নিচ্ছে চট্টগ্রামের করোনা পরিস্থিতি। লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এক্ষেত্রে প্রতিদিনই হচ্ছে নতুন রেকর্ড।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯৪৯ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১,৩১৫ জন। জেলায় এখন মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭৯ হাজার ৭৫১ জনে।

বুধবার (২৮ জুলাই) রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, বুধবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৪ হাজার ৫১৫ জনের নমুনা পরীক্ষায় ১৩১৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৮৫৮ ও উপজেলার ৪৫৭ জন। এবং একই দিনে ১৭ জনের প্রাণহানি হয়। যার মধ্যে ৮ জন মহানগরের বাকি ৯ জনই উপজেলার বাসিন্দা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img