মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ড: সীতাকুণ্ডে করোনা দুর্যোগে অভাবগ্রস্ত পরিবারের কিছুটা অভার দুরীকরনের লক্ষে চাল ও নগদ অর্থ বিতরণ করেছে কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী।
আজ (১৭ জুলাই) শনিবার সকালে ৫০৫ পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ প্রদান করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী উপস্থিতি থেকে সাধারন জনগনের মাঝে সাহায্য অনুদান প্রদান করেন।
এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, উপজেলা আনসার বিডিপি অফিসার মুজিবুর রহমান, কামাল মেম্বার, খোরশেদ মেম্বার, আলা উদ্দিন মেম্বার, গাজি সেকান্দর, ইউনিয়ন পরিষদ সচিব সৌভন বনিকসহ স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরনকালে চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী বলেন, জনগনের মাঝে ছিলাম, আছি এবং থাকব। যে কোনো দুর্যোগ মুহুর্তে সর্বাত্নক চেষ্টা চালিয়ে জনগনের অভাব-অনটন দুর করতে চেষ্টা করছি।
করোনা চেয়ে আরো বড় ধরনের দুর্যোগ আসলেও অভুক্ত থাকবে না কুমিরাবাসী। সকলের কাছে অনুরোধ মাক্স ব্যবহার করার ও করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মানতে অনুরোধ করেন তিনি।