জেলা-উপজেলাতে টিকা কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে

দেশের জেলা-উপজেলার টিকা কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে। হঠাৎ মানুষের এমন উপচেপড়া ভিড়ের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।

সারা দেশের বিভিন্ন জেলা-উপজেলার তথ্য সূত্রে জানা গেছে, হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায়। জেলা-উপজেলার টিকা কেন্দ্রগুলোতে টিকা নিতে ভিড় করছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। সংক্রমণে বেশি হওয়া জেলা রাজশাহীর টিকা কেন্দ্রে দেখা গেছে লম্বা লাইন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা কেন্দ্রের দায়িত্বে থাকা একজন স্বাস্থ্যকর্মী বলেন, মানুষের চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে। একেক বুথে চারশো বা পাঁচশো জন করে মানুষ লাইনে দাঁড়িয়ে যাচ্ছে। অনেক বড় লাইন। টিকা কেন্দ্রে মানুষের চাপ আগের বারের তুলনায় এবার অনেক বেশি হওয়ায় দূরত্বও রক্ষা করা যাচ্ছে না।

এ বিষয়ে রাজশাহীর সিভিল সার্জন বলেন, অনেকে ভাবছে যে ভ্যাকসিন কখন শেষ হয়ে যায়-সেজন্য তারা আগে ভাগে টিকা নিতে চাইছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, টিকার ঘাটতি মিটিয়ে সবার জন্য তা নিশ্চিত করতে সরকার যথাসাধ্য চেষ্টা করছে। সরকার বলছে তারা দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশ বা ১৩ কোটি মানুষকে টিকা দেবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img