লালমনিরহাট জেলার লোহাকুচির সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। সূত্র: বিবিসি বাংলা
বিজিবির মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বলেন, বুধবার সকালে ভারতের সীমান্তের ভেতরে একজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। এ বিষয়ে বিস্তারিত জানতে চেষ্টা চলছে। তবে কী কারণে এই হত্যার ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
বিএসএফ প্রায় প্রতিটি হত্যাকাণ্ডের পরই দাবি করে, বাংলাদেশের গরু চোরাচালানকারীরা অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়লে তারা অনেক সময় গুলি চালিয়ে থাকে। তবে এবারের ঘটনার সাথে গরু চোরাচালানের সম্পৃক্ততা রয়েছে কি না তা এখনো জানা যায়নি।