নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকায় হাশেম ফুডস লিমিটেডের সেজান জুস কারখানায় ভয়াবহ আগুন লেগে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। আগুন লাগার কারণ জানা যায়নি।
মৃত দুই শ্রমিক হলেন স্বপ্না রানী (৪৫) ও মিনা আক্তার (৩২)।
জানা গেছে, আজ বিকেল সাড়ে ৫টার দিকে কারখানার ছয়তলা ভবনের নিচ তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত দোতলা ও তিনতলায় ছড়িয়ে পড়ে। কর্মরত শ্রমিকেরা তখন ছাদে গিয়ে আশ্রয় নেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে মইয়ের সাহায্যে ছাদে আটকে পড়া ১২ শ্রমিককে উদ্ধার করে। এ ছাড়া একতলা ও দোতলা থেকে কিছু সংখ্যক শ্রমিক প্রাণ বাঁচাতে ঝাপ দিয়ে কম-বেশি আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তিনি দুই নারী শ্রমিকের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, তাদের ১১টি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির কথা বলা যাবে। আর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে তল্লাশি করে দেখা হবে ভেতরে আর কোনও হতাহত পাওয়া যায় কিনা।