বেতন-ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, যানজট

বকেয়া বেতনের দাবিতে সিনহা গার্মেন্টের শ্রমিকদের অবরোধের কারণে কাঁচপুর এলাকায় ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

কঠোর বিধিনিষেধের মধ্যেও শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে কাঁচপুর সেতুর ঢালুতে অবস্থান নিয়ে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে যান চলাচল বন্ধ করে দেন।

এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। যানজট প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যায়।

ফলে এ সড়কে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। এছাড়া রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকেও যানজটে আটকে থাকতে দেখা যায়।

সিনহা গার্মেন্টের শ্রমিকরা জানান, সিনহা গার্মেন্ট শ্রমিকদের গত তিন মাসের বকেয়া বেতন রয়েছে। কর্তৃপক্ষ বেতন পরিশোধ করবে বলে কালক্ষেপণ করছে।

এদিকে লকডাউনের কারণে তাদের অতিরিক্ত ভাড়া দিয়ে কর্মস্থলে আসতে হচ্ছে।

এছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় তাদের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। সময়মতো বেতন না পাওয়ায় বাড়িভাড়াও পরিশোধ করতে পারছেন না। বাড়ির মালিকরা তাদের বাড়ি ছেড়ে দিতে চাপ দিচ্ছে। এমতাবস্থায় পাওনা আদায়ে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নেই।

এদিকে শ্রমিকদের বেতন বকেয়ার ব্যাপারে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে চাইলে তারা কথা বলতে অস্বীকৃতি জানান।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, সকাল থেকে শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

এখনও তারা মহাসড়কে অবস্থান করছে। পুলিশ তাদের মহাসড়ক ছেড়ে দিতে অনুরোধ করলেও তারা তা শুনছেন না।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img