কালের সাক্ষী সীতারকোট বৌদ্ধ বিহার!

দিনাজপুরের নবাবগঞ্জে কালের সাক্ষী হয়ে আছে ঐতিহাসিক নিদর্শন সীতারকোট বৌদ্ধ বিহার। নবাবগঞ্জ জাতীয় উদ্যানসংলগ্ন ফতেপুর মাড়াষ মৌজায় এর অবস্থান।

প্রতিদিন দূর-দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক ও শিক্ষার্থীরা বিহারটি দেখতে আসেন। জনশ্রুতি রয়েছে রামের স্ত্রী সীতাকে পঞ্চবটী বনের গভীরে বনবাস দিয়ে তার থাকার জন্য তৈরি করে দেওয়া হয়েছিল একটি কুঠুরি। ঐ কুঠুরিই হলো সীতারকোট এমনটি দাবি স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের।

তবে সংস্কার না করায় সৌন্দর্যহীন হয়ে পড়ছে বিহারটি। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান বলেন, সীতারকোট বিহার সংস্কার ও এর সৌন্দর্য বাড়ানোর লক্ষ্যে উদ্যোগ নেওয়া হবে।

এন-কে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img