বান্দরবানে সকাল থেকে শহরের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান শপিংমল সহ যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শহরের প্রাণ কেন্দ্রে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী বিজিবি পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে।
পুরো বান্দরবানে ১৫ টি টিম লকডাউন কার্যকর করতে কাজ করছে বলে জেলা প্রশাসনের পক্ষ হতে জানানো হয়েছে।চলাচল কারী নাগরিকরা যারা মাক্স পড়ছেন না তাদের জরিমানা করা হচ্ছে।
এদিকে কঠোর লকডাউন এর মধ্যেই বিভিন্ন কাজে যারা ঘর থেকে বের হচ্ছেন তাদের অনেককেই মাক্স ব্যাবহারে অসচেতনতা লক্ষ করা গেছে। তবে স্বাস্থ্যবিধি মানতে প্রশাসনের পক্ষ থেকে অভিযানের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হচ্ছে বলে জানায় প্রশাসনের কর্মকর্তারা।
সারাদেশের মতো বান্দরবানেও করোনার সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। তাদের অফিসের তথ্য মতে গত এক সপ্তাহে ৩০ জনেরও বেশি আক্রান্ত হয়েছে করোনায়।