রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণ

 

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও আহত প্রায় ৪০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বিধ্বস্ত ভবনটি ধ্বসে পড়তে পারে বলে আশংকা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান, ওয়ারলেস গেটের কাছে যে ভবনটিতে বিস্ফোরণ হয়েছে সেটির নিচতলা অনেকাংশে দেবে গেছে। এটি যেকোন সময় ধ্বসে পড়তে পারে।

রোববার (২৭ জুন) সন্ধ্যার পর ওয়্যারলেস এলাকায় ফ্যাশন ব্র্যান্ড আড়ংয়ের শোরুমের বিপরীতে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয়সূত্র, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের দেয়া তথ্য মতে, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। ভবনের ভেতরে এখনও বেশ কিছু মানুষ আটকে রয়েছে বলে প্রতক্ষ্যদর্শীদের কয়েকজন জানিয়েছেন।

সন্ধ্যা সাড়ে ৭টার কিছুক্ষণ পরই এলাকাটি বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে বলে স্থানীয়রা জানায়।

সড়কের পাশের ওই ভবনের বিপরীত দিকের আড়ংসহ আশপাশের ডজনখানেক ভবনের কাচ চৌচির হয়ে রাস্তায় পড়েছে।

বিস্ফোরণে পথচারী, গাড়িতে থাকা অনেকেই আহত হয়েছেন। এছাড়া বিস্ফোরণের শব্দে সড়কে থাকা গাড়ির গ্লাস ভেঙে গেছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img