বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘১৬তম এশিয়া ফার্মা এক্সপো ২০২৫’।
গত মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি (বাপি), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. শামীম হায়দার এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (ডিজি-১) বেবী রাণী কর্মকার।
বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোক্তাদির উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, এবারের প্রদর্শনীতে বিশ্বের ৩২টি দেশের প্রায় ৮০০টি কোম্পানি অংশগ্রহণ করছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, জার্মানি, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, ইতালি, জাপান, সুইজারল্যান্ড, তাইওয়ান এবং আয়ারল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর কোম্পানিগুলো রয়েছে।
প্রদর্শনীতে ফার্মাসিউটিক্যাল প্রসেসিং ও প্যাকেজিং, বায়োটেক ল্যাব সরঞ্জাম, এপিআই ম্যানুফ্যাকচারিং প্লান্ট ও যন্ত্রপাতি, ফার্মা ফর্মুলেশন এবং কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং সংক্রান্ত অত্যাধুনিক প্রযুক্তি, সরঞ্জাম এবং কাঁচামাল সম্পর্কে দেশি-বিদেশি উদ্যোক্তারা বিস্তারিত জানার সুযোগ পাবেন।
এবারের এক্সপোতে ৮০০টি কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছে ‘ম্যাট্রিক্স ট্রেড বাংলাদেশ’ নামক একটি সুপরিচিত প্রতিষ্ঠান, যা বাংলাদেশে ওষুধ শিল্পের বড় বড় কোম্পানির সঙ্গে কাজ করছে। এছাড়াও, বাংলাদেশে RADWAG ইলেকট্রনিক ব্যালেন্স, ময়েশ্চার অ্যানালাইজার এবং ওজন পরিমাপ যন্ত্রের একমাত্র এজেন্ট ও একক পরিবেশক হিসেবে অংশ নিয়েছে বিশেষ প্রতিষ্ঠান।
ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের মহাসচিব এস এম শফিউজ্জামান অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন।
তিনদিনব্যাপী এই এক্সপো প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। ১৪ ফেব্রুয়ারি শেষ হবে ওষুধ শিল্পের অন্যতম বৃহৎ এই প্রদর্শনী।
এমজে/দিনেরখবর