মাদক নির্মূলে সোচ্চার হতে হবে: ডা.অংসুই প্রু মারমা

মাদক বর্তমান সময়ে দেশের অগ্রগতির এক বড় বাধা। বর্তমান যুব সমাজের অবক্ষয় ঠেকাতে মাদকের বিস্তার রোধকল্পে সবাইকে সোচ্চার হতে হবে। এর ভয়াল ছোবল থেকে বর্তমান সমাজকে রক্ষায় সরকারী সংস্থার পাশাপাশি পরিবারের সচেতনতা বৃদ্ধির দিকে বিশেষ নজর দিতে হবে।

আজ বৃহস্পতিবার (২৪জুন) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রৈমাসিক সভা উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লুৎফর রহমানের সভাপতিত্বে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক ত্রৈমাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা।

সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ মাদক নিয়ে মুক্ত আলোচনা করেন এবং মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজকে যাতে মুক্ত রাখা যায় সেজন্য যুব সমাজকে ক্রীড়া মুখী করার জন্য বলেন।

অতিথিরা আরও বলেন, মাদকের ফলে প্রতিদিন ধ্বংস হচ্ছে অনেক পরিবার । তাই কোন পরিবার যাতে এ মাদকের ছোবলে পরে বিপর্যস্ত না হয় সেজন্য সকলকে সোচ্চার হয়ে একযোগে কাজ করতে হবে।

এসময় মতবিনিময় সভায় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রেজা সরোয়ার অতিরিক্ত পুলিশ সুপার বান্দরবান সদর সার্কেল, সহকারি কমিশনার অমিত রায়সহ বিভিন্ন সরকারি অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img