চট্টগ্রামে পাহাড় থেকে ৪৭টি অবৈধ বসতি গুঁড়িয়ে দিলো জেলা প্রশাসন

নগরের লালখান বাজার সংলগ্ন একেখান পাহাড়ে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বুধবার (২৩ জুন) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় ৪৭টি পরিবারের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আফরোজ।

পরিবেশ অধিদফতর, পিডিবি, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রতিনিধি, চট্টগ্রাম জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান বলেন, লালখান বাজার সংলগ্ন একে খান পাহাড়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে বসবাসরত ৪৭টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img