বান্দরবানে চলমান সময়ে আলোচিত রোয়াংছড়ির তুলাছড়ির রায়চন্দ্র পাড়া জামে মসজিদের ইমাম নও মুসলিম ওমর ফারুক হত্যা ঘটনায় উত্তপ্ত ধর্মপ্রাণ জনসাধারনের মাঝে। ওমর ফারুককে ব্রাশ ফায়ারে হত্যার বিচারের দাবি করেছে বান্দরবান জেলার ইমাম সমাজ।
বুধবার (২৩জুন) সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে ইমামদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে বান্দরবানের ইমাম সমাজ। কর্মসূচি শেষে প্রতিবাদ কর্মসূচি পালনকারী ইমামদের একটি প্রতিনিধি টিম বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজীর সাথে সাক্ষাৎ করেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।
এসময় সাংবাদিক ও প্রিন্ট মিডিয়াসহ প্রতিবাদ কর্মসূচি পালনকারী ইমামদের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
অচিরেই হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের দাবি জানানো হয়। শান্তিপূর্ণ এই কর্মসূচি পালনে জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী ইমামদের কে ধন্যবাদ জানান এবং রোয়াংছড়িতে পাহাড়ি সন্ত্রাসীরা নও মুসলিম ও মসজিদের ইমাম ওমর ফারুক ত্রিপুরাকে গুলি করে হত্যার দ্রুত সমাধান কামনায় ব্যবস্থা গ্রহণের আশাবাদ ব্যাক্ত করেন।
জেলা ইমাম সমাজের পক্ষে পরবতী কর্মসূচি পালনের সিদ্ধান্ত দিবেন মুহাম্মদ মুজিবুল হক খতীব-জজকোর্ট জামে মসজিদ, বান্দরবান।