চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় বিষপানে অনিক চৌধুরী (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ জুন) দুপুরে সিআরবি কাঠের বাংলো এলাকায় এ ঘটনা ঘটে।
অনিক চৌধুরী পটিয়ার চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা দুলাল চৌধুরীর ছেলে বলে জানা গেছে।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিআরবি কাঠের বাংলোতে যাওয়ার পথে পাশের সড়ক রক্ষা গার্ডারের ওপর অনিক শুয়েছিল। তার দেহে প্রাণস্পন্দন ছিল না। তার মৃতদেহের পাশে বিষের বোতল পাওয়া গিয়েছে।