চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্টে ষোল বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৮ জুন) দুপুর দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার নয়াপাড়া হারলা এলাকার নিজ বাড়ির চালাতে কবুতরের ঘর বাঁধতে গিয়ে রাকিব বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়।
তাকে বাড়ির লোকজন আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তথ্যটি নিশ্চিত করেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সানজিদাতুল ইসলাম।
তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আহত কিশোরকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।