রাজধানীতে অভিযান চালিয়ে মোবাইল ছিনতাই চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোবাইল ছিনতাই চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। উদ্ধার করা হয়েছে ৩৪টি মোবাইল। ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ জানান, পকেটমার, মোবাইল ছিনতাই চক্রের পৃষ্ঠপোষকদেরও গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

গত এক বছর ধরে রাজধানীর শ্যামলী এলাকায় বাসের ভিড়ের মধ্যে মোবাইল ছিনতাই করে আসছে মনির হোসেন। তারপর সেই মোবাইলগুলো মালিককে দিয়ে সপ্তাহে তাকে দেয়া হতো ১০-১২ হাজার টাকা করে। এরকম আরও চক্র রয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। তাদেরকে আইনের আওতায় নিয়ে অভিযানে নামে ডিবি পুলিশ।

কীভাবে অভিনব কায়দায় মোবাইল ছিনতাই কথা করা হয় তার বর্ণনা দেন চক্রের সদস্যরা।

তারা জানান, তিন একসঙ্গে বাসে উঠে। একজন পিছন থেকে ধাক্কা দেবে। আরেকজন মোবাইল নিয়ে অপরজনকে দিয়ে দেবে। পরে সেটা বসের কাছে বুঝিয়ে দেই। তিনি সপ্তাহে আমাদের ১০-১২ হাজার টাকা দেন।

এদিকে ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ জানান, ধরা ছোয়ার বাইরে রয়েছে এই চক্রের গডফাদাররা। আটকদের জিজ্ঞাসাবাদে তাদের ব্যাপারে তথ্য পাওয়া গেছে।

এদিকে পরিকল্পনা মন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, মোবাইল উদ্ধারের চেষ্টা চলছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img