কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবাসহ মমতাজ উদ্দীন (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৫। এসময় তার কাছ থেকে সাড়ে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল ৩ জুন, বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াক্যাং বাজার সংলগ্ন ব্রিজ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মমতাজ উদ্দীন টেকনাফ থানার হোয়াক্যং উত্তর নয়াপাড়ার হোছন আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোয়াইক্যাং থেকে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
এন-কে