আফগানিস্তানের বিপক্ষে সাফল্য পেতে আশাবাদী জামাল

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে আফগানিস্তান এগিয়ে। শক্তির বিচারেও এগিয়ে আফগানরা। তবুও হাল ছাড়তে নারাজ বাংলাদেশ ফুটবল দল। কাতারে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আফগানদের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে বাংলাদেশ। শতভাগ উজাড় করে দিয়ে আফগানদের বিপক্ষে সাফল্য পেতে আশাবাদী বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

নতুন সূচি অনুযায়ী বিশ্বকাপ ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে বাকি তিন ম্যাচ কাতারে খেলবে বাংলাদেশ। এর জন্য গত কয়েকদিন ধরেই প্রস্তুত হচ্ছিলেন জামাল ভূঁইয়ারা। এবার মূল লড়াইয়ে মাঠে নামার পালা। বাছাইপর্বের ম্যাচে আজ বৃহস্পতিবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

আফগানদের বিপক্ষে ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক জামাল বলেন,’আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে। ওরা অনেক শারীরিকভাবে শক্তিশালী। আমাদের চেয়ে লম্বা কিন্তু আমরাও টেকনিক্যালি শক্তিশালী। এগিয়ে আছি কিছুটা। আমাদের গতি আছে। চেষ্টা করব সেরাটা খেলার, শতভাগ দেওয়ার। আমরা ৩ পয়েন্ট পেতে আশাবাদী।’

আফগানদের বিপক্ষে লড়াইয়ের পর আগামী ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। যদিও এই তিনটি ম্যাচ বাংলাদেশেই হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সবগুলো অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের আয়োজক দেশ কাতারে।

প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তান বেশ কঠিন। তবে আফগানদের চ্যালেঞ্জ টপকাতে চায় বাংলাদেশ। সে জন্য অনেক দিন ধরেই প্রস্তুত হচ্ছিলেন জামালরা। যদিও বিদেশি কোনো দলের বিপক্ষে খেলা হয়নি প্রস্তুতি ম্যাচ।

সেই দিক দিয়ে এগিয়ে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের আগে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিয়েছে আফগানিস্তান। এ ছাড়াও আফগানদের খেলোয়াড়রা ইউরোপের বিভিন্ন পর্যায়ে খেলেন। তাই আফগানিস্তানের বিপক্ষে লড়াই খুব কঠিনই হবে।

এন-কে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img