গাড়ি নিয়ে বেরিয়ে বিপাকে টাইগার-দিশা

গাড়ি নিয়ে রাস্তা বেরিয়ে বিপাকে পরেছেন বলিউডের আলোচিত ‍জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানি। মঙ্গলবার (০১ জুন) মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তাদের গাড়ি আটকে দিয়েছে পুলিশ। লকডাউন বিধি অমান্য করায় এ বিপাকে পড়েছেন তারা। এমন তথ্যই প্রকাশ করেছে জি নিউজ।

পুলিশ ভারতীয় সংবাদমাধ্যমকে জানায়, গাড়ির চালকের আসনে ছিলেন দিশা। আর টাইগার শ্রফ ছিলেন পেছনের সিটে। জিম থেকে বের হয়ে ঘোরাঘুরি করছিলেন তারা। এ সময় তাদের গাড়ি আটকানো হয়। আধার কার্ড এবং অন্যান্য কাগজ দেখে আবার ছেড়েও দেয়া হয়েছে তাদের।

টাইগার শ্রফ আর দিশা পাটানির প্রেমের খবর বি-টাউনের সকলেরই জানা। বিষয়টি এখন ওপেন সিক্রেট। যদিও সম্পর্কের কথা স্বীকার করেন না তাদের কেউ। তবে টাইগার শ্রফের মা আয়েশা শ্রফ ও বোন কৃষ্ণ শ্রফের সঙ্গেও দিশার সম্পর্কে বেশ ভালো। এমন কথাও শোনা যায় বি-টাউনের অলিতে গলিতে।

শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের পোস্টে লাইক কমেন্টস করেন নিয়মিত। টাইগার শ্রফের গেল জন্মদিনে পারিবারিক ডিনারে অংশ নিয়েছিলেন দিশা পাটানি। তা দেখে অনেকেই বলেছিলেন, শুধু চার হাত এক হওয়ার বাকি।

এন-কে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img