চট্টগ্রামের হাটহাজারীতে চাঁদের গাড়ি উল্টে মারুফ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৩১ মে) সকাল সাড়ে ৫টায় উপজেলার ইছাপুর চারাবটতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ ইছাপুর বাজার এলাকার তৈয়বের ছেলে। তিনি ইছাপুর খেলোয়াড় সমিতির গোলরক্ষক ছিলেন।
জানা গেছে, মারুফ বালুবোঝাই একটি চাঁদের গাড়ি নিয়ে হাটহাজারীর দিকে যাচ্ছিল। গাড়িটি ইছাপুর চারাবটতল এলাকায় পৌঁছলে হঠাৎ উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়। পরে খবর পেয়ে গহিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত গাড়িটি গহিরা হাইওয়ে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন গহিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম।