স্বর্ণের দাম বাড়লো

নভেল করোনাভাইরাসের মধ্যেও বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েই চলছে। এক সপ্তাহের ব্যবধানে ফের প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৯০০ ডলার বেড়েছে। স্বর্ণের সঙ্গে রুপার দামও বেড়েছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম অব্যাহত থাকলে দেশের বাজারেও দাম বাড়তে পারে বলে জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের বাজারে চলতি মে মাসে দুই দফায় স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিশ্ববাজারের সঙ্গে যদিও দেশের বাজারে স্বর্ণের দাম ওঠা-নামা করে, তাই আগামীতে ফের দেশের বাজারে স্বর্ণের দাম বাড়তে পারে।

সর্বশেষ ২৩ মে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ৭০ হাজার ৩৩৩, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬১ হাজার ৫৮৪ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫১ হাজার ৬২ টাকায় বিক্রি হচ্ছে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার বিষয়ে বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারে স্বর্ণের দাম ওঠা-নামা করে। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ায় চলতি মে মাসে দেশের বাজারে দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে দেশের বাজারে ফের দাম বাড়ানো হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img