আকাশে মেঘের ঘনঘটা কাটিয়ে যখন বাইশগজ উজ্জ্বল, তখন বাংলাদেশ বোলারদের জন্য শঙ্কার ঘনঘটা হয়ে এলেন শ্রীলঙ্কান দুই ওপেনার। সেটি সরিয়ে দিতে জোড়া তোপ দাগলেন তাসকিন আহমেদ। সঙ্গে পূর্ণ হয়ে গেল তার ওয়ানডে উইকেটের ফিফটি।
৩৯তম ওয়ানডেতে নেমে ৫০ উইকেট অর্জনের পথে পেসার তাসকিন দলকেও ফিরিয়েছেন কক্ষপথে। ধানুস্কা গুনাথিলাকা (৩৯) ও কুশল পেরেরা মিলে ১১.২ ওভারে তুলে ফেলেছিলেন ৮২ রান। তখন ত্রাতা হয়ে হাজির হন।
তাসকিনের অফস্টাম্পের বল টেনে বোল্ড গুনাথিলাকা। আর তার হঠাত লাফিয়ে তোলা বলে মুশফিকের গ্লাভসবন্দী পাথুম নিশাঙ্কা, রানের খাতা খোলার আগেই।
অধিনায়ক পেরেরাকে এখনও থামানো যায়নি। ফিফটির পেরিয়ে ছুটছেন, সঙ্গী কুশল মেন্ডিস। লঙ্কানরা ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে একশর কাছে পৌঁছে গেছে।
শুক্রবার দুপুরে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে আগে বোলিংয়ে ডাকে শ্রীলঙ্কা। তামিম ইকবালের দলের কাছে প্রথম দুম্যাচে হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়ে গেছে সফরকারীদের।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে একাদশে দুই পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। চোটে পড়া পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। ওপেনিংয়ে নাঈম শেখকে জায়গা দিতে নেই ফর্ম হারিয়ে বসা লিটন দাস।