৬ মাসের অন্তবর্তীকালীন বাজেট করতে বিএনপির পরামর্শ

করোনাভাইরাস পরিস্থিতির কারণে পূর্ণাঙ্গ বাজেটের কোন লক্ষ্যই অর্জিত হবে না, তাই আগামী ৬ মাসের জন্য অন্তবর্তীকালীন একটি বাজেট করা উচিত বলে মন্তব্য করেছে বিএনপি।

শুক্রবার দুপুরে বিএনপির বাজেট ভাবনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানায় দলটি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনাকালে স্বাস্থ্য খাত কতটা দুর্বল ও ভঙ্গুর তা প্রমাণিত হয়েছে। বিগত এক যুগের বাজেটে এই খাত অবহেলার শিকার। তাই সর্বাধিক প্রাধান্য দিতে হবে এই খাতকে। ধনী-দরিদ্রের ব্যবধান বেড়েই চলেছে। এ ব্যবধান কমাতে হলে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

দলটির মতে, এবারের বাজেট হবে করোনাভাইরাসের নিয়ন্ত্রণ ও অভিঘাত থেকে উত্তরণের বাজেট।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বলেন, খালেদা জিয়ার অন্য সবকিছু ভালো কিন্তু গতরাত থেকে জ্বর। মেডিকেল বোর্ড তা পর্যবেক্ষণে রাখছেন।

জাতীয় সংসদের বাজেট(ত্রয়োদশ) অধিবেশন আগামী ২ জুন বুধবার বিকাল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

করোনাকালীন সময়ে এ অধিবেশনও সংক্ষিপ্তভাবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img