মাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ে ইয়ুথ গ্রুপের সক্রিয়করণ সভা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে উপজেলা পর্যায়ে আস্থা প্রকল্পের ত্রৈ-মাসিক ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এলাকায় শান্তি ও সম্প্রীতি, গণতন্ত্র চর্চা করা, সামাজিক কল্যাণমুলক কাজ করা নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালের দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রিটন চাকমার সঞ্চালনায়, অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইয়ুথ গ্রুপের আহবায়ক জাহানারা আক্তার।

প্রধান অতিথি হিসেবে আস্থা প্রকল্পের নাগরিক কমিটির সদস্য ১৮৯ নং গোমতী মৌজার হেডম্যান রঞ্জিত ত্রিপুরা উপস্থিত ছিলেন।

এছাড়াও, মাটিরাঙ্গা ইয়ুথ গ্রুপের সহ-আহবায়ক দিগ্রেন্দ্র ত্রিপুরা, যুগ্ম আহ্বায়ক কজিতা ত্রিপুরা, সদস্য ডলি ত্রিপুরা বিভিন্ন অভিজ্ঞতা উল্লেখ করেন।

অনুষ্ঠানে ইয়ুথ গ্রুপের সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে বক্তব্য প্রদান করা হয়। এ সময়, আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

এমজে/সিটিজিনিউজ

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img