খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুইটি ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ২৩ ডিসেম্বর বিকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময়, নিয়ম বহির্ভুত ইট ভাটা পরিচালনা ও জ্বালানী কাঠ ব্যবহার, ইট প্রস্তত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৪ ধারা ভঙ্গ করায় ১৪ ধারা অনুযায়ী A-55 ব্রিক ABM ব্রিক ফিল্ডকে ৫০ হাজার করে সর্বমোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন , পরিবেশ আইন লঙ্গন করে ভাটা চালনোর দায়ে ২ ইটভাটকে জরিমানা করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমজে/