সাভারে কাভার্ড ভ্যান চাপায় নারীর পথচারীর মৃত্যু

মোঃ সোহেল রানা বিশেষ প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় এক নারীর নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় র‍্যাব-৪ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানা পুলিশ।
নিহত ওই নারীর রোকেয়া আক্তার (৩৭)। তিনি ঢাকার ধামরাই উপজেলাধীন সুতিপাড়া এলাকার মোঃ মিজানুর রহমানের স্ত্রী।
হাইওয়ে পুলিশ জানায়, সকালে আশুলিয়ার নিরিবিলি এলাকায় র‍্যাব-৪ এর কার্যালয়ের সামনে সড়ক পার হওয়ার সময় ক্রাউন সিমেন্টের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্টো-উ- ১১-৩১১২) ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিরিবিলি এলাকার কাজী অফিসের সহকারী ফেরদৌস বলেন, সকাল ৯টার দিকে ওই নারী আমাদের কাজী অফিসে আসেন বিয়ের খরচের বিষয়ে আলোচনা করতে। পরে আলোচনা করে বের হয়ে যান। যাওয়ার সময় তিনি বলেছিলেন যে, তিনি ধামরাইয়ের দিকে যাবেন। কিন্তু রাস্তা কেন পার হতে গেলেন আমি জানি না। এক্সিডেন্টের শব্দ শুনে বাহিরে গিয়ে দেখি উনি মারা গেছেন। পরে পুলিশ এসে তার লাশ নিয়ে যায়।
সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের স্বজনরা থানায় এসেছেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img