বিডিআর বিদ্রোহ: ১৭ স্পেশাল পিপির নিয়োগ বাতিল

আইন মন্ত্রণালয় বহুল আলোচিত বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটরগণের নিয়োগ আদেশ বাতিল করেছে।

গত ৫ সেপ্টেম্বর উপ সলিসিটর (জিপি-পিপি) সানাহ মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক আদেশ তাদের নিয়োগ বাতিল করা হয়।

আইন মন্ত্রণালয় আদেশে জানায়, ‘লালবাগ (ডিএমপি) থানার মামলা নং-৬৫, তারিখ: ২৮/০২/২০০৯ হতে উদ্ভূত বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলার  ১৭ জন স্পেশাল পাবলিক প্রসিকিউটরের নিয়োগ আদেশ এতদ্বারা বাতিল করা হলো।’

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি, এই দুদিনে তৎকালীন বিডিআর বর্তমানে বিজিবি সদর দফতর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে।

বাতিল আদেশে যাদের নাম রয়েছে তারা হলেন-

মোশাররফ হোসেন কাজল, শেখ বাহারুল ইসলাম, গাজী জিল্লুর রহমান, আব্দুল জলিল আফ্রাদ কবির, এ কে এম তৌহিদুর রহমান, মোঃ মোকতার হোসেন, আমিনুর রহমান খান, জেবুন্নেছা আক্তার খাতুন (মুন্নী), মনজুর মো. শাহনেওয়াজ, লাইজু ইয়াসমিন, লাকী আক্তার ফ্লোরা, মোঃ মাসুদ রানা, মোঃ শাহজাহান, শাহানা বেগম,  মোঃ ফিরোজ আহমেদ, মোঃ ওমর ফারুক, এবং মোঃ হাবিবুর রহমান।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img