ভারতের লখনউতে ভবন ধসে ৮ জন নিহত

লক্ষ্ণৌ, ভারত, ৯ সেপ্টেম্বর, ২০২৪:

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনউতে একটি তিন-তলা ভবন ধসে পড়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে। ভবনের ধ্বংসাবশেষ থেকে আটজনের মৃতদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

গুদাম ঘর এবং গাড়ির ওয়ার্কশপ হিসাবে ক্ষুদ্র ব্যবসার জন্য ব্যবহৃত হত ১৫ বছর আগে নির্মিত ভবনটি। শনিবার এটি ধসে পড়ে কর্মরত শ্রমিকরা ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ে।

উদ্ধারকর্মী এবং খননকারীরা ধ্বংসাবশেষ পরিষ্কার করে মৃতদেহগুলোর সন্ধান পান। ধ্বংসস্তূপের নিচে বিধ্বস্ত ট্রাকগুলোকে পিষ্ট হতে দেখা যায়।

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা অমিত ভার্মা গণমাধ্যমকে বলেছেন যে- আট জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, এবং ২০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও চলছে উদ্ধার অভিযান।

রবিবার এক বিবৃতিতে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এত হতাহতের ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img