দিল্লি, ভারত, ৪ সেপ্টেম্বর, ২০২৪:
নদী কিংবা হ্রদের পানি দূষিত হয়ে নষ্ট করে শহরের সৌন্দর্য্য এবং এ অবস্থায় নগরবাসীর স্বাস্থ্য হুমকির মুখে পড়ে। নষ্ট এসব শহুরে জলাধার পরিষ্কার করার জন্য হংকং-এর সৌর-চালিত বর্জ্য সংগ্রহকারী রোবট নিযুক্ত করেছে ভারত।
ক্লিয়ারবট নামক এই রোবোটটির আকৃতি একটি সাধারণ নৌকার মত। এটি মোতায়েন করা হয় মূলত আবর্জনা তুলে আনার জন্যই।
পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে সম্প্রতি এমন একটি রোবট স্থাপন করা হলে দেখা যায় যে পৃথক একটি জাহাজ থেকে অপারেটররা এটিকে নিয়ন্তণ করছেন। কয়েক কিলোমিটার দীর্ঘ বর্জ্যের স্তূপ জমা হ্রদের উপকূলে এটি ময়লা পরিষ্কারে দারুনভাবে কাজ করছে।
পরিষ্কার অভিযানে নিযুক্ত জুনিয়র ইঞ্জিনিয়ার লাম্বাশ্বর বলেছেন যে বর্জ্য সংগ্রহকারী রোবটটি প্রতিদিন ৫০০ কিলোগ্রাম আবর্জনা সংগ্রহ করতে পারে। তিনি বলেন, “কখনও কখনও আমরা লক্ষ্য পূরণ করি, কখনও কখনও তা অতিক্রম করে এবং কখনও কখনও আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি না, এটি সবই নির্ভর করে আবহাওয়া ও পরিস্থিতির উপর।”
লাম্বাস্বর জানান, চার্জ ফুরিয়ে গেলে এই যন্ত্রটি নিজেই ব্যাটারি রিচার্জ করে নিতে পারে। তার ভাষায়, “এটি একটি পরিবেশ-বান্ধব নৌকা, এটি বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে চলে, এতে ব্যাটারি চার্জ করার জন্য সোলার প্যানেলও রয়েছে এবং এটি নিজেই ব্যাটারি রিচার্জ করতে পারে”।
ময়লার স্তুপ জমে গিয়ে শিলং শহরে যে দুষণ হচ্ছে তা কমাতে ক্লিয়ারবট নিযুক্ত থাকবে অনেক দিন। লাম্বাস্বর বলেন, ”শিলং শহরের সমস্ত নদী এই পথে আসছে তাই শহরের সমস্ত আবর্জনা এই স্থানটিতে এসে পড়ে “
নোংরা হ্রদে ক্লিয়ারবটের বর্জ্য সংগ্রহের পর, অলাভজনক সংস্থা স্মার্ট ভিলেজ মুভমেন্টের বেশ কয়েকটি দলের সদস্যরা আবর্জনাগুলো সঠিকভাবে প্রক্রিয়াজাত করেন। লাম্বাস্বর জানান, “সমস্ত আবর্জনা বর্জ্য আলাদা করা হয়েছে। এই সমস্ত আবর্জনা ক্লিয়ারবট ব্যবহার করে আমরা সংগ্রহ করেছি। সমস্ত আবর্জনা ক্লিয়ারবট থেকে এখানে এনে এখানে রাখা হয়েছিল এবং আমাদের দল এই সমস্ত আবর্জনা আলাদা করেছে। “
দূষিত গঙ্গা নদী পরিষ্কারেও কলকাতায় আরেকচি রোবোটিক নৌকা মোতায়েন করা হয়েছে।
হংকংয়ের ছাত্ররা প্রাথমিকভাবে ইন্দোনেশিয়ান সার্ফারদের জলাধার পরিষ্কার করতে সাহায্য করার জন্য এই ক্লিয়ারবট তৈরি করেছিল। তারপর থেকে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেতে শুরু করেছে এই পরিষ্কার যন্ত্র।