করোনা আক্রান্ত হয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের মা। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ১৭ মে করোনা মুক্ত হয়েছিলেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। সেরিব্রাল স্ট্রোকে মারা গেছেন তিনি। বুধবার (১৯ মে) রাত ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অরিজিতের মা অদিতি সিং।
চিকিৎসাধীন অবস্থায় অরিজিতের মায়ের এ নেগেটিভ রক্তের প্রয়োজন হয়েছিল। সে সময় তার পাশে এসে দাঁড়িয়েছিলেন স্বস্তিকা মুখার্জি, সৃজিত মুখার্জি এবং সুদেষ্ণা গুহ নামের এক স্বেচ্ছাসেবী। নিজেদের ফেসবুকে রক্ত চেয়ে স্ট্যাটাস দিয়েছিলেন তারা।
বৃহস্পতিবার (৬ মে) এক স্ট্যাটাসে সুদেষ্ণা গুহ লিখেছিলেন, ‘গায়ক অরিজিৎ সিংয়ের মায়ের জন্য এ নেগেটিভ ডোনার চাই। কোনো সেলেবের কেসে আমরা সাধারণত পরিচয় প্রকাশ করি না। কিন্তু যেহেতু অরিজিৎ এই সময়ের অন্যতম জনপ্রিয় মুখ এবং এ নেগেটিভ অত্যন্ত বিরল গ্রুপ, সেহেতু পরিচয়প্রকাশ করতে বাধ্য হচ্ছি।’
অদিতি সিংকে বাঁচাতে চেষ্টার ক্রটি ছিল না বলে জানা গেছে আনন্দবাজার পত্রিকা সূত্রে। বুধবার রাতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অদিতি সিং। বৃহস্পতিবার (২০ মে) ভোর ৫টায় পরিবারের হাতে তার মরদেহ তুলে দেওয়া হয়েছে।
এন-কে