আমদানির খবরে হিলি বাজারে কমেছে আলুর দাম

আলু আমদানির খবরে দিনাজপুরের হিলি বাজারে কমতে শুরু করেছে দেশি আলুর দাম। প্রকার ভেদে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরের খুচরা আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে। হঠাৎ দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।

শনিবার (৩ জানুয়ারি) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, গত তিন আগে যে আলু খুচরা বাজারে বিক্রি হয়েছিলো ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে। আজ তা বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে। পাইকারি বাজারে এসব আলু বেচাবিক্রি হচ্ছে ২৩ থেকে ২৫ টাকা কেজি দরে।

জানা যায়, দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে আবারও ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছেন সরকার। হিলি বন্দরে ৫০ জন আমদানিকারক ৩৫ হাজার মেট্রিকটন আলু আমদানির অনুমতি পেয়েছেন।

এদিকে আলু আমদানির খবরে হিলি বন্দর বাজারে পাইকারি ও খুচরা বাজারে কমতে শুরু করেছে আলুর দাম। আলু আমদানি শুরু হলে দাম আরও কমে যাবে বলছেন ব্যবসায়ীরা। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।

বাজারে সবজি কিনতে আসা লুৎফর রহমান বলেন, আলুর দাম আজ অনেকটা কম দেখছি। গত কয়েকদিন আগেও ৩৫ থেকে ৪০ কেজি দরে আলু কিনলাম। আজ ২৫ টাকা কেজি দরে কিনলাম।

হিলি বাজারে সবজি ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, গত দুই দিন হলো আলুর দাম কমে গেছে। বাজারে দেশি আলুর আমদানি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও শুনছি ভারত থেকে আবারও আলু আমদানি শুরু হবে। যার কারণে আলুর দাম কমের দিকে। আশা করছি আগামীতে আলুর দাম আরও কমে যাবে।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img