বান্দরবানের রুমায় পর্যটকবাহী গাড়ি পাহাড়ের খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।
আজ শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রুমা-কেওক্রাডং সড়কের রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের পরিচয় পাওয়া যায়নি।
বান্দরবান রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহাবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বান্দররবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতির লাইনম্যান ফখরুল ইসলাম জানান, গতকাল বহিরাগত ৪৫ জনের একটি পর্যটকের দল বান্দরবান জিপ-মাইক্রোবাস জিপ স্টেশন থেকে ৫টি পর্যটকবাহী গাড়ি নিয়ে কেওক্রাডং ভ্রমণে গিয়েছিল। আজ ফেরার পথে রুমা-কেওক্রাডং সড়কের রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকায় গেলে একটি বি-৭০ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় দুইজন নিহত ও দশজন গুরুতর আহত হন। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনা নিহত দুজন নারী পর্যটক। পর্যটকদের বাড়ি মাগুরায় জানা গেছে।
ইউএনও সৈয়দ মাহাবুবুল হক জানান, দুর্ঘটনায় দুইজন নারী পর্যটক নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত পর্যটকদের উদ্ধারে কাজ চলমান রয়েছে। আহত বা নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এমজে/