প্রার্থিতা ফিরে পেলেন সিলেট -২ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মোঃ আব্দুর রব

আপিল আবেদনে প্রার্থিতা ফিরে পেয়েছেন তৃণমূল বিএনপির প্রার্থী মোঃ আব্দুর রব । সিলেট-২ (বিশ্বনাথ – ওসমানীনগর) আসনে যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হয়েছিলো।

আজ রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পান মোঃ আব্দুর রব। তার পক্ষে এডভোকেট আজমেরী মোশাররফ আবেদন জমা দেন।

এর আগে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মোঃ আব্দুর রবের ২০১১-১২ থেকে ২০১৭-১৮ অর্থবছরের আয়কর বকেয়া রয়েছে বলে উল্লেখ করে প্রার্থীতা বাতিল করেন।

আপিলে মোঃ আব্দুর রবের আইনজীবী আজমেরী মোশাররফ বলেন, আয়কর নিয়মিতভাবে প্রদান করে আসছেন আব্দুর রব। এরপরে আয়কর কর্মকর্তাদের আপত্তি থাকায় তা পুনরায় প্রদান করেন।

২০১৮ সালে সিলেট ২ আসন থেকে মোঃ আব্দুর রব স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img