চট্টগ্রামের আনোয়ারায় প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভনে ২৮ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (৩১ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী নারী আনোয়ারা থানায় প্রবাসী মিনহাজুল ইসলাম (৩২) বিরুদ্ধে মামলা করেন।
এদিন রাতে অভিযুক্ত মিনহাজকে বারখাইন ইউনিয়নের ঝিওরী এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার নারী উপজেলার চাতরি চৌমহনী বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন। সে সুবাধে বিবাদী ও তার পরিবারের সাথে পরিচয়। এ সূত্র ধরে অভিযুক্ত মিনহাজ ও তার পরিবারের সদস্যরা ঔ নারীর সাথে ফোনে নিয়মিত যোগাযোগ করতেন।
এক পর্যায়ে মিনহাজ বিয়ের কথা বলে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। পরবর্তীতে অভিযুক্ত মিনহাজের চাপে ঔ নারী চাকরি ছেড়ে দেন। এবং বিয়ের প্রলোভন দেখিয়ে বৈরাগ ইউনিয়নের তেলের দোকানের উত্তর পার্শ্বে রহিম ড্রাইভারের ভাড়া বাসায় তাকে নিয়ে বসবাস করতেন। ওই বাসায় গত ১৮ জুন রাতে ধর্ষণের ঘটনা ঘটে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মিনহাজ নামের এক যুবককে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে আজ বুধবার দুপুরে আদালতে পাঠানো হবে।
এমজে/