নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে (ইসি) সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত আমলারা।
আজ বুধবার (১ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিভিল প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি।
সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতির মধ্যে সব মন্ত্রণালয়, বিভাগ, দফতর, কেন্দ্রীয় ব্যাংক ও সংস্থার প্রধানদের নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা করে নির্বাচন কমিশন (ইসি)।
বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের বলেন, ‘আন্তঃমন্ত্রণালয় সভায় সব এজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনের বার্তা একটি-সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে যার যে দায়িত্ব তারা যেন যথাযথভাবে পালন করেন। যাতে নির্বাচনের সময় কোথাও কোনো সমস্যার সৃষ্টি না হয়। বৈঠকে কর্তকর্তারা সহায়তার আশ্বাস দিয়েছেন।
জাতীয় সংসদের মেয়াদ-অবসানের কারণে সংসদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে সংসদ ভেঙে যাওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
চলতি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ২০১৯ সালের ৩০ জানুয়ারি। ফলে সংবিধান অনুযায়ী ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা আছে।
নির্বাচন কমিশন নভেম্বরের প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায়। আর জানুয়ারির প্রথম দিকে ভোট করার পরিকল্পনা আছে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটির।
এমজে/