ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চিঠি পেয়ে আগামী ২৮ অক্টোবর সমাবেশ করতে নতুন দুটি ভেন্যুর নাম দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে অনুমতি না পেয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অথবা বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায় তারা।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে নতুন দুটি ভেন্যুর নাম দেওয়া হয়েছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও বঙ্গবন্ধু এভিনিউ।
এর আগে গত ২০ অক্টোবর সমাবেশের অনুমতির জন্য ডিএমপি কমিশনার বরাবর চিঠি দেন সংগঠনের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ। সমাবেশের অনুমতির আবেদনের জবাবে পাল্টা চিঠি দেয় পুলিশ।
ওই চিঠিতে বিকল্প দুটি ভেন্যুর নাম চায় পুলিশ। এছাড়াও আরও ছয়টি বিষয়ে জানতে চেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কারণ পুলিশ চায়, রাজনৈতিক দলগুলো রাস্তা বাদ দিয়ে খোলা মাঠে সমাবেশ করুক।
এমজে/