নগরীর জনি হত্যা মামলার আসামী সাজ্জাদ গ্রেফতার

নগরীর হালিশহর থানাধীন হালিশহর হাউজিং এলাকায় চাঞ্চল্যকর মোঃ জনি হত্যার ঘটনার অন্যতম আসামী মো. সাজ্জাদ (২০) কে গ্রেফতার করেছে র‌্যাব ৭।

আজ সোমবার (১৭ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্ততে নগরীর আকবরশাহ মোস্তফা হাকীম বাগানবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. সাজ্জাদ পটিয়া থানার কলাতলী এলাকার আকবর হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, গত ৬ মে হালিশহর থানায় দায়ের হওয়া জনি হত্যা মামলার ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। আজ ছায়াতদন্তের এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে, এই হত্যা মামলার এজহারনামীয় একজন আসামী সাজ্জাদ (২০) চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন মোস্তফা হাকীম বাগানবাড়ী এলাকায় অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে অদ্য আজ ১৭ মে দুপুরে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী সাজ্জাদ কে গ্রেফতার করতে সক্ষম হয়।পরে তাকে হালিশহর থানায় হস্তান্তর করা হয় বলেও জানান র‌্যাব।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img