চট্টগ্রামে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর কোতোয়ালি ও খুলশী থানায় পুলিশের পক্ষ থেকে পৃথকভাবে করা এ তিন মামলায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ৬৫ জনসহ অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সময় আটক ৪০ জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এর মধ্যে পুলিশের ওপর হামলা ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে এবং বিশেষ ক্ষমতা আইনের আওতায় কোতোয়ালি থানায় দুটি মামলা করা হয়৷ পুলিশের ওপর হামলার অভিযোগে অন্য মামলাটি করা হয় খুলশী থানায়।
বুধবার (১৬ আগস্ট) এই তথ্য নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, কোতোয়ালি থানায় করা দুটি মামলায় ঘটনাস্থল থেকে আটক ৪০ জন ও জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মো. শাহাজাহানসহ আরও ২৫ জনকে এজহারভুক্ত এবং অজ্ঞাত আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে আটক ৪০ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে, বাকিরা পলাতক।
পুলিশের ওপর হামলার অভিযোগে খুলশী থানায় করা মামলায় অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানান ওসি সন্তোষ কুমার চাকমা।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ চত্বরে সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জামায়াত নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন।
এমজে/