চটগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় বাস-সিএনজি চালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে চারজন আহত হয়েছেন। বুধবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতরা হলেন, জান্নাতুন মাওয়া (৪০), জিহাদুল ইসলাম (২৮) ও রাজিব (১৮)।
প্রত্যক্ষদর্শীদের জানান, মায়ের দোয়া সার্ভিসের বাসটি দক্ষিণ দিক থেকে যাত্রী নিয়ে শহরের দিকে তথা বহদ্দারহাটের দিকে আসছিলো। কালামিয়া বাজারের ওভারপাস থেকে নামার সময় বিপরীত দিক থেকে কয়েকটি গাড়ি উল্টোপথে আসছে দেখে মুখোমুখি সংঘর্ষ এড়াতে নিজেই পাশের লেইনে গাড়ি ডুকিয়ে দেয়। এতে সিএনজি এবং মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
বাকলিয়া থানার এসআই শরিফুল বলেন, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। বাসটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, বাকলিয়ার কালামিয়া বাজার এলাকায় দুর্ঘটনার শিকার চারজনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসকরা তাদের ওয়ার্ডে ভর্তি দিয়েছেন।
এমজে/