জনবহুল স্থানে জটলা পাকিয়ে ছিনতাই, যুবক গ্রেফতার

চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকায় ছিনতাইয়ের অভিযোগে মো. জাহেদুল ইসলাম (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের ৬০ হাজার টাকা জব্দ করা হয়।

বুধবার (১৭ মে) নগরের কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, জাহিদ একটি ছিনতাই গ্রুপের প্রধান। তার নেতৃত্বে নগরের বিভিন্ন স্থানে নিয়মিত ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের ক্ষেত্রে তার একটি ভিন্ন কৌশল রয়েছে। তারা প্রথমে জনবহুল স্থানে জটলা পাকিয়ে ফেলে। এরপর টার্গেটকৃত ব্যক্তিকে ঘিরে মালামাল নিয়ে দ্রুত সটকে পড়ে।

মঙ্গলবার কোতোয়ালি থানার আন্দরকিল্লা মোড়ে একই কায়দায় মহিউদ্দিন নামে এক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হন। ওই সময় তার কাছ থেকে অভিযুক্তরা ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী মহিউদ্দিন অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি জাহেদকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img