চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার এক প্রতারণা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুরবান আলীকে (৬২) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার বিকেল চারটার দিকে নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। গ্রেফতার কুরবান আলী পাহাড়তলী থানার নাজির বাড়ি এলাকা মৃত মোজাহারুল হক চৌধুরীর ছেলে।
র্যাব- ৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, ২০১৫ সালে পাহাড়তলী এলাকায় জমি বিক্রির কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ৬ লাখ টাকা নেন কুরবান আলী। এরপর তিনি ওই জমির রেজিস্ট্রি করে দেননি। পরবর্তীতে ভিকটিম আদালতে মামলা করেন। অভিযোগ প্রমাণ হওয়ায় কুরবান আলীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিন কারাদণ্ড দেন আদালত।
রায়ের পর থেকে কুরবান আলী পলাতক ছিলেন। মঙ্গলবার তাকে বাকলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে পাহাড়তলী থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান মো. নূরুল আবছার।
এমজে/