মুরগির মাংস নিয়ে বিবাদ, বাবার হাতে ছেলে খুন

ভারতের কর্ণাটকে বাড়িতে রান্না করা মুরগির মাংস খাওয়া নিয়ে বিবাদের জেরে বাবার হাতে ছেলে প্রাণ হারিয়েছেন।

গত মঙ্গলবার রাজ্যটির দক্ষিণ কন্নড় জেলায় এ ঘটনা ঘটে বলে বুধবার জানায় পুলিশ। এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিহত ব্যক্তির নাম শিবরাম (৩২)। তাঁর বাবার নাম শিনা (৬০)। ছেলেকে খুনের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডেকান হেরাল্ডের খবরে বলা হয়, বাড়িটিতে মুরগি রান্না করা হয়েছিল। পেশাকশ্রমিক শিবরাম কাজ শেষে রাতের বেলায় বাড়িতে ফিরে দেখেন, পুরো মুরগি খাওয়া শেষ। তাঁর জন্য কিছুই নেই। এতে তিনি ক্ষুব্ধ হন। এ নিয়ে তুমুল ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে শিবরামের মাথায় কাঠ দিয়ে আঘাত করেন তাঁর বাবা। শিবরাম গুরুতর আহত হন। তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবাকে গ্রেপ্তার করে। নিহত শিবরামের স্ত্রী ও দুই সন্তান আছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img