কক্সবাজারে ভারতীয় পর্যটকের মৃত্যু

কক্সবাজারে ভারতীয় নাগরিক কুলালচন্দ্র সিং (৭৪) নামক এক পর্যটকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ মার্চ) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে কক্সবাজার শহরের কলাতলী হোটেল মোটেল জোনের অস্টার ইকো নামে একটি আবাসিক হোটেলের ৮০৪ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে।

মৃত কুলালচন্দ্রের বাড়ি ভারতের মনিপুরের ইম্ফল এলাকায়। তিনি মঙ্গলবার স্বজনদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোল্লা শাহিন।

মৃতের স্বজনদের বরাতে তিনি বলেন, বুধবার রাতে তারা সবাই বিচে গিয়েছিলেন। হোটেলে ফিরে ওয়াশরুমে গিয়ে এক ঘণ্টা পরে কুলালচন্দ্র বের হচ্ছিলেন না। তখন স্বজনরা সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষের সহায়তায় ওয়াশরুমের দরজা ভেঙে ঢুকে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠিক কী কারণে ওই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি, বলেন পুলিশের এই কর্মকর্তা।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img