মাটিরাঙ্গায় ৩৮ লাখ টাকার ভারতীয় ঔষধসহ আটক ১

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ এবং ১ বস্তা অজ্ঞাত প্রাণীর চামড়াসহ খলিসা ত্রিপুরা নামে ১জনকে আটক করেছে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন। আটককৃত খলিসা ত্রিপুরা বিশু মোহন ত্রিপুরার ছেলে।

বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় মাটিরাঙ্গার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বজেন্দ্র কারবারী পাড়ার খলিসা ত্রিপুরার নিজ বাড়ি থেকে এসব জব্দ করা সহ তাকে আটক করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোন অভিযান চালিয়ে খলিসা ত্রিপুরার বাড়ি থেকে ৩লাখ ৭৬ হাজার ১২০ পিস ভারতীয় অবৈধ ঔষধ এবং এক বস্তা অজ্ঞাত প্রাণীর চামড়া জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ২লাখ টাকা সহ মোট ৩৮ লক্ষ ৬ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার করা হয়। এ সময় খলিসা ত্রিপুরাকে আটক করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

মাটিরাঙ্গার জোন কমান্ডার লে: কর্ণেল মো: কামরুল হাসান, পিএসসি বলেন, চোরাকারবারীদের যে কোন মুল্যে প্রতিরোধ করা হবে। এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img