নওগাঁয় র্যাবের হেফাজতে জেসমিন সুলতানা নামের এক নারীর মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ১৫ মিনিটের মধ্যে রাষ্ট্রপক্ষকে খোঁজ নিয়ে জানাতে বলা হয়েছে।
দৈনিক পত্রিকায় এ সংক্রান্ত প্রকাশিত খবর- প্রতিবেদন নজরে এনে আদেশ চাইলে সোমবার তাৎক্ষণিক এ আদেশ দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ বিষয়টি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।
বুধবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকা থেকে র্যাবের হাতে আটক হন জেসমিন। তিনি শুক্রবার সকাল ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।