জাতীয় দলে পরিবর্তন আনা হচ্ছে। বেশ কিছু ক্রিকেটারকে পরখ করে দেখা হচ্ছে। টিম বাংলাদেশে সাদা বলে একটা পরিবর্তন প্রক্রিয়া চলছে। তিনি নিজেও সে পরিবর্তন প্রক্রিয়ায় পড়েই জাতীয় দলে ডাক পেয়েছেন। এটা একটা চলমান প্রক্রিয়ায়। সে প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে ভালো পারফর্ম করার বিকল্প নেই। এসব খুব ভালোই জানেন, বোঝেন জাকের আলী অনিক।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পাওয়া অনিক বলেন, ‘উনারা (নির্বাচকরা) আগেও বলেছেন, ক্রিকেটারদের বাজিয়ে দেখছেন। তো ওই একটা প্রক্রিয়ার মধ্যে আমিও হয়তো পড়েছি। আমাকে প্রমাণ করার জন্যই ওখানে ডাকা হয়েছে। আমি চেষ্টা করবো। যেহেতু টি-টোয়েন্টিতে ডাকা হয়েছে, বিপিএলে আমি যে ধরনের দায়িত্ব পালন করেছিলাম, চেষ্টা করবো ওই ধরনের ক্যামিও ইনিংসগুলো খেলার।’
জাতীয় দলের আশপাশে কিপারের ছড়াছড়ি। মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, জাকির হাসান এবং তিনি। কীভাবে দেখছেন ব্যাপারটা? এটা কি চ্যালেঞ্জিং না?
জাকেরের জবাব, ‘অন্য যারা কিপার আছে, তারাও হয়তো এভাবেই দেখেন জিনিসগুলো। অবশ্যই চ্যালেঞ্জিং। তবে চেষ্টা করবো নিজের কাজটা ঠিকঠাক করার। যেমন দায়িত্ব থাকে, সেটা পালন করার চেষ্টা করব।’
তিনি কি সঠিক সময়ে ডাক পেয়েছেন? এখন কি তার সেরা ফর্মে আছেন? জাকের মনে করেন, তাকে সঠিক সময়ই ডাকা হয়েছে। ‘সাম্প্রতিক এক-দুই বছরের পরিসংখ্যান যদি দেখেন, তাহলে বোঝা যাবে। এই সময়টা আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। তো পিক টাইমটায়ই আমার মনে হয় ডাকা হয়েছে।’
জাকেরের অনুভব ও উপলব্ধি, এবারের বিপিএল তার জাতীয় দলে ডাক পাওয়ার পিছনে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তা জানিয়ে অনিক বলে ওঠেন, ‘অবশ্যই আমার ডাক পাওয়ার পিছনে বিপিএলের প্রভাব অনেক। সবচেয়ে বড় কথা, সবশেষ বিপিএলের প্রতিটি ম্যাচ আমি খেলেছি। এর আগের বিপিএলগুলোয় আমি ম্যাচ পাচ্ছিলাম না। ম্যাচ পাওয়ার কারণে আমি বিভিন্ন জায়গায় ব্যাটিং করার সুযোগ পাই। আমি বলবো না যে পুরোপুরি ভালো খেলতে পেরেছি। তবে আমি গুরুত্বপূর্ণ কিছু ইনিংস খেলেছি। যেগুলো আমার ক্যারিয়ারের জন্য অনেক ভালো হয়েছে।’
বিপিএলে নিচের দিকে নেমে হাত খুলে খেলার অভিজ্ঞতা আছে তার। আবাহনীর প্র্যাকটিসেও স্লগে ব্যাটিংয়ের অনুশীলন করে যাচ্ছেন অনিক। তার শেষ কথা, ‘আমি বিপিএলে এরকম জায়গায়ই (শেষ দিকের ওভারে) ব্যাটিং করেছিলাম। তখন আমার ওরকম পরিকল্পনা নিয়ে অনুশীলনের অভিজ্ঞতা আছে। আমি ঘরোয়াতেও আবাহনীর যে অনুশীলন, ওখানেও আমি স্লগের কিছু অনুশীলন করে নিয়েছি। এরকমভাবেই নিজেকে আমি প্রস্তুত করেছি।’
এমজে/