নারায়ণগঞ্জে বিস্ফোরণ-আগুন, নিহত ১

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ মোড়ে একটি দুই তলা ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও পাঁচজন দগ্ধ হয়েছেন।

শনিবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

বিস্ফোরণে ভবনের পেছনের অংশ ধসে পড়েছে। ৬টি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ধসে পড়া অংশ থেকে সাত জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জেলার সহকারি উপ-পরিচালক ফখরুদ্দিন জানান, আগুনের ঘটনায় ভবনটি সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। এটি অনেক পুরাতন ভবন। এ ঘটনায় একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আরও পাঁচজন দগ্ধ হয়েছেন। এটি একটি চাল-ডাল-আটার গুদাম ছিল।

নিহতের নাম মো. আওলাদ হোসেন (৫৫)। দগ্ধরা হলেন- রবি দত্ত (৪০), মো. হোসেন (৫০) ও মো. হযরত আলী (৪৮)। তারা সবাই শ্রমিক। দগ্ধ অন্যদের নাম জানা যায়নি।

আহত শ্রমিকরা জানান, বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে ওই ভবনে আগুন ধরে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

সম্প্রতি রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে ক্যাফে কুইন ভবনে ভয়াবহ বিস্ফোরণে পর্যন্ত ২৫ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক। তাদের মধ্যে এখনো বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া সায়েন্সল্যাবেও একটি তিন তলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মারা যান পাঁচ জন।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img