চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার ফিউশন ক্যাফে রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, মো. কাশেম (১৭), নুর হোসাইন (২০) এবং মুবিনুল হক (২২)। তারা ওই রেস্টুরেন্টের কর্মচারী বলে জানা গেছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, সোমবার বেলা পৌনে ১১টার দিকে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে তিনজনকে দগ্ধ অবস্থায় আনা হয়। তাদের হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে নিয়ে আসা ফিউশন ক্যাফের ম্যানেজার মো. গুলজার জানান, দুর্ঘটনার সময় আমি বাইরে ছিলাম। আমাদের পাশের একজন ফোন দিল রেস্টুরেন্টে বিস্ফোরণ হয়েছে। আমি দ্রুত গিয়ে আমাদের তিন কর্মচারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি। তাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি। তবে হোটেলে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার অক্ষত বলে জানান তিনি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ফিউশন ক্যাফেতে বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে বিস্ফোরণ সেটা জানা যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কাজ করছে, তারা এর কারণ উদঘাটন করবেন।
এমজে/