ধর্মভিত্তিক রাজনীতির কাছে আত্মসমর্পণ করেছে সরকার: ওয়ার্কার্স পার্টি

নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বই প্রত্যাহার করার সমালোচনা করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বলেছে, সরকার ধর্মভিত্তিক রাজনীতির কাছে আত্মসমর্পণ করেছে।

বই প্রত্যাহারের বিষয়ে শিক্ষামন্ত্রী, এনসিটিবি ও শিক্ষাসংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ব্যাখ্যা দাবি করেছে ওয়ার্কার্স পার্টি।
আজ রোববার এক বিবৃতিতে ওয়ার্কার্স পার্টি বলেছে, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ধর্মভিত্তিক দল এবং ব্যক্তি দেশের শিক্ষাব্যবস্থা ও পাঠ্যবইয়ের ওপর দীর্ঘদিন ধরে আক্রমণ চালিয়ে আসছে। এর আগেও সরকার ২০১৭ সালে হেফাজতে ইসলামের দাবির পরিপ্রেক্ষিতে পাঠ্যবইয়ে পরিবর্তন এনেছিল। এবার ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে বিএনপিসহ গণ অধিকার পরিষদ ও বিএনপির সাম্প্রতিক আন্দোলনের সহযোগীরা যুক্ত হয়েছে।

বিষয়টি নিয়ে দেশের গণতান্ত্রিক প্রগতিশীল, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক সংগঠন, ছাত্রসংগঠনসহ অনেকেই চুপ আছে বলে অভিযোগ করেছে ওয়ার্কার্স পার্টি। তারা বলছে, এসব ঘটনা দেশের অগ্রগতির ক্ষেত্রে স্থবিরতার সৃষ্টি করেছে।

বই প্রত্যাহারের বিষয়ে শিক্ষামন্ত্রী, এনসিটিবি ও শিক্ষাসংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ব্যাখ্যা দাবি করেছে ওয়ার্কার্স পার্টি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img